শিক্ষা দর্শন

মোহাম্মদ আলী মেমোরিয়াল অ্যাকাডেমি  জাতীয় চেতনাকে সামনে রেখে শিক্ষার্থীদের সুপ্ত মেধার সুষ্ঠু বিকাশ ঘটাতে বদ্ধপরিকর। তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ জ্ঞান অর্জন করে জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং তার যথাযথ প্রায়োগিক ক্ষমতা অর্জনে দক্ষ করে গড়ে তোলা এবং “ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন মুক্ত করে তারে, নিয়ে চলো আলো অভিসারে”- এ মন্ত্রে বিশ্বমানবতার কল্যাণে আত্মনিয়োগে বলীয়ান করাই মোহাম্মদ আলী মেমোরিয়াল অ্যাকাডেমির অন্যতম মৌলিক শিক্ষা দর্শন।